Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭: 30‘বিয়াইন সাব’ নামের একটি মিউজিক ভিডিওতে জুটি বেঁধে সিয়াম-শারলিনা আলোচনায় এসেছিলেন গেল বছরের শেষদিকে। সেই উত্তাপ শেষ না হতেই আবারও চমক নিয়ে আসছেন তারা। তবে এবার আর মিউজক ভিডিও নয়, সিম্ফোনি মোবাইলের থিম সং-এ তারা নেচেছেন। এটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা তানিম রহমান অংশু।
গানটি প্রসঙ্গে সিয়াম বলেন, ‘এটি একটি পার্টি সং। খুবই আনন্দের গান। গানের ভিডিওতে দেখা যাবে শুটিং ইউনিটের নানা কার্যকলাপ। তিনি বলেন, ‘সবাই মিলে সেলফি তোলার একটা মজা আছে। সেটা নাচে-গানে বোঝানো হয়েছে। এর একদিকে যেমন শিক্ষণীয় কিছু বিষয় আছে তেমনি দারুণ বিনোদন পাওয়া যাবে। সিম্ফোনি খুব শিগগিরই তাদের নতুন হ্যান্ডসেট প্রকাশের সঙ্গে এই থিম সংটি প্রকাশ করবে। ‘আনসেলফিস সেলফিবাজি’ শিরোনামে এই গানের কণ্ঠ দিয়েছেন প্রিতম হাসান। গানের সুর-সংগীত তারই।
গানের নির্মাণ শেষ। এখন রয়েছে সম্পাদনার টেবিলে। নির্মাতা অংশু জানালেন, ‘বেশ মজার একটি কাজ এটি। শুটিংয়ে সেলফি তোলা নিয়ে গানটি। সিয়াম ও শারলিনা দুজনেই বেশ ভালো পারফর্ম করেছেন। আশা করছি সবার ভালো লাগবে।