খােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের নাগরিকদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন, এবার নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে, যা নিয়ে অন্য অনেকের মতো সমালোচনায় মুখর চলচ্চিত্র, সংগীত ও টিভি তারকারাও। পাকিস্তানি বংশোদ্ভূত ‘সিলিকন ভ্যালি’ তারকা কুমেল নানজিয়ানি এই সিদ্ধান্তের প্রতিবাদে অনেকগুলো টুইট করেন।
কুমেল গত বছর লস অ্যাঞ্জেলেসে ট্রাম্পের সমর্থকদের আক্রমণের শিকার হয়েছিলেন। অভিনেতা শেঠ রোগেন লস অ্যাঞ্জেলেস প্রতিবাদে শামিল হতে ভক্তদের আহ্বান জানান। তথ্যচিত্র নির্মাতা মাইকেল মুর লেখেন, ‘পৃথিবীতে আমাদের মুসলিম প্রতিবেশীদের জানাই, আমি ও আরো অসংখ্য মানুষ খুবই দুঃখিত। বেশির ভাগ আমেরিকানই এই মানুষটাকে ভোট দেয়নি।
গায়িকা মাইলি সাইরাস অভিবাসীদের সমর্থনে ‘স্ট্যান্ড উইথ ইমিগ্র্যান্ট’ লেখা পোস্টার টুইটারে পোস্ট করেন। ‘শেমলেস’ অভিনেত্রী এমি রুসামের টুইট, ‘শরণার্থীরা নিজেদের সন্ত্রাসী ভাবছে। তারা কিন্তু সন্ত্রাসী নয়। ‘ তরুণ অভিনেত্রী ক্লোয়ি গ্রেস মোরেৎস সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান, ‘সবাই দাঁড়িয়ে যান, প্রতিবাদে শামিল হোন। ‘ টুইটে তিনি ট্রাম্পের শরণার্থী নিষেধাজ্ঞার খবরের লিংক শেয়ার করেন।
এ ছাড়া নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের সামনে প্রতিবাদীদের জড়ো হওয়ার খবর জানান মার্ক রাফালো।