খােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে টুঙ্গিপাড়া পর্যন্ত রেল লাইন দিয়ে যাবে বর্তমান সরকার। আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। পাশাপাশি আমাদের দাবী হচ্ছে টুঙ্গিপাড়া গিয়ে রেল লাইন সমাপ্ত হলেই চলবে না। পিরোজপুর জেলার জনগনের দাবীর প্রতিও সরকারকে দৃষ্টি দিতে হবে। এই রেল লাইন নাজিপুর হয়ে পিরোজপুর পর্যন্ত নিয়ে যেতে হবে। অন্যতায় সরকারের বাকা চোখ নীতিরই বহিঃপ্রকাশ ঘটবে।
আজ শুক্রবার নয়াপল্টস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘পদ্মা সেতু দিয়ে টুঙ্গি পাড়া হয়ে পিরোজপুর পর্যন্ত বর্ধিত করনের দাবীতে’ বাংলাদেশ নাগরিক কল্যাণ ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় এ দাবী জানানো হয়।
সংগঠনের সভাপতি মোঃ শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক নোয়াখালি প্রতিদিন সম্পাদক মোঃ রফিকুল আনোয়ার, রাজনীতিক রফিকুল ইসলাম, আইজীবী এডভোকেট আল আমিন রিজভী, সমাজসেবক মোঃ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোসতাক আহমেদ, যুব সংগঠক বাহাদুর শামিম আহমেদ পিন্টু, জিল্লুর রহমান পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পের আওতায় ঢাকা মাওয়া হয়ে টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুর পর্যন্ত রেল লাইন হলে এ অঞ্চলের যোগাযোগ খাতে ব্যাপক বিপ্লব সাধিত হবে। যোগাযোগ ক্ষেত্রে দুর্গভ লাঘভ হবে লাখো লাখো মানুষের। এই দাবী নাজিপুর-পিরাজেপুর বাসীর প্রাণের দাবী। সরকারের উচিত পিরোজপুরেরর জনগনের এই দাবী বাস্তবায়নে তারা সচেষ্ট হবেন।