খােলা বাজার২৪, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭: চট্টগ্রামে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে মডেল ও নৃত্যশিল্পী জয়া শীলকে। তিনি গণমাধ্যমে জ্যাকলিন মিথিলা নামে পরিচিত ছিলেন।
গত ৩ ফেব্র“য়ারি মিথিলার মরদেহ পাওয়া যায়। তাঁর বাবা স্বপন শীল মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেছেন।
চট্টগ্রামের বন্দর থানায় ওইদিনই মামলা করেন স্বপন শীল। মামলার প্রধান আসামি করা হয়েছে উৎপল রায় নামে এক ব্যক্তিকে। এজাহারে বলা হয়, জয়ার বয়স ২২ বছর এবং প্রধান আসামি উৎপল জয়ার স্বামী। তাঁর বাড়ি ফটিকছড়ির ধুরং ইউনিয়নে। মামলায় আরো সাতজনকে আসামি করা হয়।
বেশ কিছু মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জ্যাকলিন। এ ছাড়া চলচ্চিত্রের গানে নাচ করার সুযোগও পান। পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবিতে একটি গানে নাচ পরিবেশন করেন। তবে মূলধারায় তিনি খুব একটা নাম করতে পারেননি। বরং সামাজিক মাধ্যমে জ্যাকলিন বেশ আলোচনায় থাকতেন। বিশেষ করে খোলামেলা ছবি ও মন্তব্য করে তিনি ফেসবুকে বেশ আলোচনায় থাকতেন। নিজেকে তিনি ভারত বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনের সঙ্গে তুলনা করতে পছন্দ করতেন।
জ্যাকলিন মিথিলা নাম দিয়ে জয়া শীল ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, ইউটিউবে বেশ সক্রিয় ছিলেন। প্রায়ই ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে আড্ডা দিতেন। এ সময়ও পোশাকে ও কথাবার্তায় বেশ খোলামেলা থাকতেন তিনি।
মামলার বিষয়ে চট্টগ্রাম বন্দর থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার বলেন, ‘গত ৩ ফেব্র“য়ারি জয়া শীল নামের এক নারী আত্মহত্যা করেছেন।
আর তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করে তাঁর বাবা স্বপন শীল ওই দিনই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা গ্রহণ করে নিহত জয়া শীলের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। আর ময়নাতদন্তের পর লাশ দাহ করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মামলায় এখন তদন্ত চলছে।’ তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস!
আত্মহত্যার আগে জ্যাকলিন মিথিলা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। গত ৩০ জানুয়ারি রাত ১১টা ৪৯ মিনিটে ফেসবুকে জ্যাকলিন লিখেছেন, ‘কালকে আমি আত্মহত্যা করব। কেউ আমাকে প্রত্যাখ্যান করে নাই। আমিও কাউকে প্রত্যাখ্যান করি নাই। কিন্তু আমি আত্মহত্যা করব।’
পরের দিন ৩১ জানুয়ারি সকাল ৭টা ২৮ মিনিটে লিখেছিলেন, ‘ধীরে ধীরে মৃত্যুর পথে পা বাড়াচ্ছি।’