Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭:আগামী মার্চে মুক্তি পাচ্ছে অনিমেষ আইচের দ্বিতীয় ছবি ‘ভয়ংকর সুন্দর’। এ মাসেই ছবিটি মুক্তির কথা থাকলেও কিছু জটিলতার কারণে পেছাল ছবিমুক্তির দিনক্ষণ।
পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘১২ জানুয়ারি ছবিটি সেন্সরবোর্ডে জমা হয়েছে। এই মুহূর্তে ছবিটি মুক্তির পাইপলাইনে রয়েছে। দিন তারিখ ঠিক হয়নি। আশা করা যাচ্ছে মার্চেই দর্শক হলে গিয়ে ছবিটি দেখতে পারবেন।’মার্চে আসছে অনিমেষের ‘ভয়ঙ্কর সুন্দর’
কী আছে আপনার ছবিতে যা অন্য ছবিতে নেই- এমন এক প্রশ্নে পরিচালক অনিমেষ বলেন, ‘এর গল্প।’
কথাসাহিত্যিক মতি নন্দীর গল্প ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ থেকে এই ছবির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। জানুয়ারির আগেই ছবির সব কাজ শেষ হয়েছে। ‘ভয়ঙ্কর সুন্দর’ চিত্রায়িত হয়েছে ঢাকা, কুয়াকাটা, বরিশাল ও সাভারে। এরইমধ্যে ছবির একটি প্রোমোশনাল ভিডিও মুক্তি পেয়েছে অনলাইনে, যা দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ছবির মাধ্যমে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার অভিষেক ঘটে চলচ্চিত্রে। ভাবনার বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন, সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালেন শুভ্র প্রমুখ। স্কয়ার ফিল্ম কোম্পানির ব্যানারে নির্মিত এ ছবির সঙ্গীত পরিচালনা করছেন ইমন সাহা।
ছবির নাম ভয়ংকর সুন্দর কেন- পরিচালকের কাছে জানতে হলে সাবলীলভাবে এক শব্দে তিনি জানান, ‘বাণিজ্য’। ‘ছবিটি দেখলেই দর্শকের কাছে ব্যাপারটি পরিষ্কার হবে’- যোগ করেন তিনি।
টেলিভিশন মিডিয়াতে অনেকদিন কাজ করছেন অনিমেষ আইচ। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি ‘জিরো ডিগ্রি’ ব্যাপক দর্শকপ্রিয়তা পায় এবং সমালোচকদের নজর কাড়তে সক্ষম হয়। তারই ধারাবাহিকতায় আগামী মার্চে মুক্তি পাচ্ছে ‘ভয়ঙ্কর সুন্দর’।