Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

63খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল থেকে ল্যাপটপ চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে চুরি চক্রের এক সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। আটককৃত নাজমুল (২৪) নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হবিবুর হলের ১৫১ নম্বর কক্ষে একজন বহিরাগত অভিনব কায়দায় তালা খুলে প্রবেশ করে। একই সময় ওই কক্ষেরই একজন আবাসিক শিক্ষার্থী কক্ষে প্রবেশ করে দেখেন একজন বহিরাগত তার লকার ভাঙ্গার চেষ্টা করছে। এসময় তিনি তাকে আটক করে আশপাশের কক্ষের শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে ওই বহিরাগতকে আটক করে। পরে হবিবুর হল শাখা ছাত্রলীগ সভাপতি মামুন-অরÑরশিদ সহ কয়েক জন নেতাকর্মী তাকে জিজ্ঞাসাবদে নেন। পরে সন্ধ্যা আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রোকনুজ্জামান, হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রহমান এবং রাবি ছাত্রলীগ সভাপতি মো. গোলাম কিবরিয়াসহ ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে যান।

হবিবুর হল শাখা ছাত্রলীগ সভাপতি মামুন-অর-রশিদ বলেন, ‘ল্যাপটপ চুরির সময় হাতেনাতে একজনকে ধরা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ল্যাপটপ চুরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। চক্রের এই সদস্যরা হলের কোন কক্ষে ল্যাপটপ আছে তা জানিয়ে দিলে চোরেরা এসে চুরি করে। এই চক্রে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও জড়িত রয়েছেন। ল্যাপটপ চুরির চক্রের সাথে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়ের মাদারবখ্স হল, শের-ই-বাংলা হল, হবিবুর হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থীর পরিচয় আমরা জানতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘হবিবুর হলের আবাসিক ও বাংলা বিভাগের ২য় বর্ষের এক শিক্ষার্থী তাকে ল্যাপটপের তথ্য দেয় বলে জিজ্ঞাসাবদে ওই ব্যক্তি জানায়। তাকে ওই কক্ষের তালা খুলে দেয় মাদার বখ্স হলের আবাসিক এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর কাছে তালা খোলার একটি যন্ত্র আছে বলে জিজ্ঞাসাবাদে জানায় নাজমুল।’
পরে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাত নয়টার দিকে আটককৃত ওই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রহমান এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।