Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : কোয়েল মল্লিক শাকিব খানের সঙ্গে ছবি করবেন এমন খবর আগেই প্রকাশ হয়েছে গণমাধ্যমগুলোতে। এবার জানা গেল নতুন খবর। কলকাতার আবেনময়ী নায়িকা নুসরাত জাহান আসছেন বাংলাদেশে। তবে কোন ছবির জন্য নয়।
প্রতিষ্ঠিত একটি কোম্পানির বিজ্ঞাপণ চিত্রে শুটিংয়ের জন্য ঢাকায় আসছেন তিনি। জানা গেছে, এ বিজ্ঞাপনে ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক রিয়াজের থাকছেন তার বিপরীতে। সম্প্রতি নির্মাতা সালাহউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন এ খবর। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, দেশের শীর্ষ এক প্রতিষ্ঠানের নতুন পণ্যের বিজ্ঞাপণের জন্য ৯ফেব্র“য়ারি নুসরাত জাহানকে চুক্তিবদ্ধ করা হয়েছে।
এখন কেবল শিডিউলের মিলিয়ে ঢাকার আসার তারিখ জানাবেন তিনি। বর্তমানে কলকাতার ফর্মে থাকা নায়িকাদের মধ্যে অন্যতম নুসরাত জাহান- ‘লাভ এক্সপ্রেস’, ‘জুলফিকার’ ও ‘পাওয়ার’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।