Thu. Sep 18th, 2025
Advertisements

73খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের অন্ধ্র প্রদেশের অমরাবতীতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল উইমেনস পার্লামেন্ট (এনডব্লিউপি)’ এ যোগদানের উদ্দেশ্যে বর্তমানে ভারতের অন্ধ্র প্রদেশে অবস্থান করছেন।
সম্মেলন শুরুর আগে আজ শুক্রবার অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু তাজ গ্রেটওয়ে হোটেল কক্ষে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ভারতের বর্তমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের বিষয় স্মরণ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্পিকার বলেন, ভারতের ‘ন্যাশনাল উইমেনস পার্লামেন্টের’ এ উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও নারীর সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।
তিনি এ বিষয়ে রাজনৈতিক সদিচ্ছার ওপরও গুরুত্বারোপ করেন।