Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খােলা বাজার২৪, রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ :  জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সিমলা। ১৯৯৯ সালে প্রয়াত গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকনের হাত ধরে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। তার অভিনীত প্রথম ছবি ‘ম্যাডাম ফুলি’। এ ছবি দিয়েই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর শুধুই সামনে এগিয়ে চলা।
১৭ বছর ধরে রূপালী পর্দায় কাজ করে যাচ্ছেন। অবশ্য মাঝে কয়েকটি বছর তার ভালো কাটেনি। অনেক আগে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী গত বছরজুড়ে নানা কারণে আলোচনা ও সমালোচনায় ছিলেন। তবে যে যাই বলুক, তার অভিনীত ‘ম্যাডাম ফুলি’ ছবিটি দর্শকের মনে এখনও দাগ কেটে আছে। টানা বেশকিছু ছবিতে অভিনয় করেন সিমলা।
মাঝে অভিনয়ে বিরতিতে থাকলেও সবশেষ মাসুদ পথিকের ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ এবং হাবিবুর রহমান হাবিবের ‘রূপগাওয়াল’ ছবি দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। সিমলা মানেই যেন নতুন কিছু। আর এ বছরও নতুন ধাঁচের দুটি ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। ছবি দুটি হচ্ছে রুবেল আনুশের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ও রাশিদ পলাশের ‘নাইওর’। ছবি দুটির কাজ শেষ পর্যায়ে রয়েছে।
সিমল বলেন, ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে অভিনয়ের পর থেকে আমাকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হয়েছে। গত বছরও এটা নিয়ে কম বিতর্ক হয়নি। তবে আমি অভিনয়কে ভালোবাসি বলেই সবকিছু মেনে নিয়ে ছবির কাজটি শেষ করেছি। সত্যি বলতে নতুন এ পরিচালকের কাজ করতে গিয়ে নানান ঝামেলা পোহাতে হয়েছে আমাকে। সেসব কথা আমি এখন আর বলতে চাই না। এ ছবির গল্পে অপ্রাপ্ত বয়স্ক একটি ছেলের সঙ্গে তার প্রেম দেখানো হয়েছে। বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যও থাকছে এ ছবিতে। ছবিটি নিয়ে কি নতুন করে সেন্সরবোর্ডে কোনো কথা উঠবে? এমন প্রশ্নের জবাবে সিমলা বলেন, গল্প অনুযায়ী কাজ করে গেছি। চলচ্চিত্রের একজন শিল্পীর কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ছবির স্ক্রিপ্ট। সে অনুয়ায়ী কাজ করার চেষ্টা করেছি। আমি ছবিটির শুটিং শেষ করেছি। কিন্তু ডাবিং করিনি। আমি বলেছি অন্য কাউকে দিয়ে ডাবিং করিয়ে নিতে। আর সেন্সরবোর্ড ছবিটি আটকে দেবে এমন কোনো দৃশ্যে অভিনয় করিনি। এ ছবির বাইরে ‘নাইওর’ ছবির কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানালেন সিমলা। ছবিটিতে তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে অভিনেতা আনিসুর রহমান মিলনকে।
এ ছবির বিষয়ে সিমলা বলেন, এর প্রায় সব কাজ শেষ। তবে এ ছবির প্রযোজকের বিয়ে ও নতুন সংসার জীবনের জন্য কাজটা শেষ করতে দেরি হচ্ছে। এ ছবির পরিচালকের কাজ করে আমি দারুণ খুশি। আশা করছি, খুব শিগগিরই ছবির বাকি কাজ শুরু হবে। এদিকে সিমলা ‘ম্যাডাম ফুলি টু’ ছবির কাজ শুরু করার কথা বলেছিলেন। এই ছবির কাজ কবে থেকে শুরু করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘ম্যাডাম ফুলি’ ছবির সিক্যুয়াল হবে ‘ম্যাডাম ফুলি টু’। এটা আমার কাছে একটা স্বপ্নের প্রজেক্ট। নির্মাণ করবেন আশিকুর রহমান। বর্তমানে চিত্রনাট্য লেখার কাজ চলছে। এ ছবিটি শুরু করতে দেরি হলেও শিগগিরই নতুন খবর দেবো। অপেক্ষায় থাকুন। ক্যারিয়ারের বাইরে সিমলা নিজেকে নিয়ে কি ভাবছেন। বিয়ে বা ভালোবাসার মানুষ নিয়ে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টি হাসি দিয়ে তিনি বলেন, আমার কারো সঙ্গেই প্রেমের সম্পর্ক নেই। আর আমি যদি কারো প্রেমেও পড়ি সেটা সবার সামনে উন্মুক্ত করতে চাই না। প্রেমের কথা থাকুক না লুকিয়ে মনের মাঝেই।