গত কয়েক বছর ধরে ফেসবুকের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে গেছে। সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সাল পর্যন্ত এর গ্রাহক সংখ্যা দাঁড়ায় ১৮৬ কোটিরও বেশি। এর মধ্যে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারী সংখ্যা ২ কোটি ৪০ লাখ। সব মিলিয়ে ২০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক থেকে কিছুটা দূরে অবস্থান করছে প্রতিষ্ঠানটি। তবে কিছুদিনের মধ্যেই তারা এ মাইলফলক স্পর্শ করবে বলেও জানায় কর্তৃপক্ষ।
এ সম্পর্কে প্রযুক্তি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান জ্যাকডাউ রিসার্চের প্রধান বিশ্লেষক জ্যান ডাউসন বলেন, ফেসবুক যেভাবে এগোচ্ছে, তাতে এ বছরের শেষ নাগাদ ২০০ কোটি ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছাবে প্রতিষ্ঠানটি। এটি এমন একটি মাইলফলক, যা কোনো ইন্টারনেট কোম্পানি স্পর্শ করতে পারেনি। ফেসবুক যাত্রা শুরু করে ২০০৪ সালের ৪ ফেব্র“য়ারি। এরপর থেকে গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে থাকে সাইটটি। মার্ক জাকারবার্গের হাত ধরে সামাজিক এ যোগাযোগ মাধ্যম মানুষের কাছে পৌঁছায়। বর্তমানে তিনিই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।