খােলা বাজার২৪, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭: নরসিংদী জেলা পরিষদের শূন্যপদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, রিটার্নিং অফিসার হিসেবে এই তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি সোমবার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার অথবা অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৫ মার্চ রবিবার এবং ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ বৃহস্পতিবার। বলাবাহুল্য যে, সম্প্রতি অনুষ্ঠিত নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এড. আসাদোজ্জামানের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষিত হয়।