খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চাকলমা গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্টমূলে ৪ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- চাকলমা গ্রামের জামায়াত নেতা গিয়াস উদ্দিন(৫০), সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া(৫৪), কৃষকলীগ নেতা শাজাহান মোল্লা(৫০) ও মাহফুজার রহমান(৩৮)।