খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: পরিচালক রাজীব বিশ্বাসে ছবিতে শাকিব খানকে দেখা যাবে দুই নায়িকার বিপরীতে। এই নিয়ে কম জলঘোলা হয়নি। অবশেষে এক নায়িকার নাম কিছুদিন আগে ঘোষণা করা হয়। কিন্তু আরেক নায়িকা কে? শাকিব খানের কাছেও জানতে চাওয়া হয়েছিল আরেকজন নায়িকা কে হচ্ছেন? শাকিব খানও সেই প্রশ্নের উত্তর দিতে পারেন নি।
কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর নতুন ছবিতে শাকিব খানের প্রথম না হলেও দ্বিতীয় নায়িকা হিসেবে কোয়েল মল্লিকের থাকার কথা শোনা যায়। একাধিক দায়িত্বশীল সূত্রও বিষয়টি জানায়। কিন্তু সেসব গুজব উড়ে গেল। জানা গেল শাকিব খানের আরেক নায়িকা হচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। পরিচালক রাজীব বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। নুসরাত কলকাতার বেশ জনপ্রিয় অভিনেত্রী।
১৬ মার্চ থেকে শুটিংয়ের তারিখ দিয়েছেন শাকিব খান। শুটিং শুরু হবে কলকাতা থেকে। এরপর বাংলাদেশ, সুইজারল্যান্ড ও ইতালির ভেনিসেও ছবিটির শুটিং হওয়ার কথা রয়েছে। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ছবির নাম এখনো চূড়ান্ত হয় নি। আগামী রতোজার ঈদে ছবিটি মুক্তি পাবে।