Thu. Sep 18th, 2025
Advertisements

ICM-Alan-SC
খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৭:  নাগরিক আন্দোলনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের গৃহীত কর্মসূচি সফল করার লক্ষে কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক [গুরুত্বপূর্ণ] সাধারণ সভা আহবান করা হয়েছে।

আজ বুধবার সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মো: আল-আমিনের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১৮ মার্চ’১৭ ইং রোজ- শনিবার, সন্ধ্যা ৬:৩০ মিনিটে রাজধানীর শান্তিনগরস্থ শান্তিনগর প্লাজায় সংগঠনের কেন্দ্রীয় কার্য্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সাধারণ সভায় আদর্শ নাগরিক আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান।

জানা গেছে, দেশের এই অরাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যপক কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে- জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা, ১ম বর্ষপূর্তি স্মারক প্রকাশ, সংগঠনের পরিচিতি ও গঠনতন্ত্র প্রকাশ, সংগঠনের ওয়েব সাইট প্রকাশ, পোষ্টার ও লিফলেট বিতরণ ইত্যাদি।