Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ২২ মার্চ ২০১৭: 4দীর্ঘদিন নিজেকে আড়াল করে রেখেছেন ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেত্রী অপু বিশ্বাস। আড়ালে থাকলেও খবরের শিরোনাম তার পিছু ছাড়েনি। জানা যায়, গত রবিবার (১৯ মার্চ) শাকিব খানকে জড়িয়ে বুবলীকে ফোনে হুমকি দিয়েছেন নায়িকা। এমন অপবাদে থেমে থাকেননি অপু। তিনিও জানিয়েছেন নিজের বক্তব্য।

এ প্রসঙ্গে অপু বলেন, ‘আমি বুবলীকে কেন হুমকি দিতে যাবো, আমি কি সন্ত্রাসী? আমি তো সন্ত্রাসী নই, তাহলে বুবলী কেন বারবার গণমাধ্যমের কাছে বিষয়টিকে ইস্যু করে তুলছে? বুবলী গতকাল থেকে দুইটি বিষয়কে ইস্যু করার চেষ্টা করে যাচ্ছে। এক-হুমকি, দুই-নিরাপত্তা। কেন? এরপর যদি সে বিষয়গুলোকে ইস্যু করার চেষ্টা করে তাহলে আমিও আমার জায়গা থেকে পদক্ষেপ নেবো।’
বুবলীর অভিযোগ, ‘অপু বিশ্বাস আমার কাজে বাঁধা সৃষ্টি করছেন। ক্রমাগত আমাকে হুমকি দিয়ে যাচ্ছেন। আমার কোনো প্রকার ক্ষতি হলে অপু বিশ্বাস সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। এটা আমি আপনাদের (সাংবাদিকদের) ইনফর্ম করে রাখছি।’

অপু বলেন, ‘হ্যাঁ আমি তাকে ফোন দিয়েছি গালি দেওয়ার জন্য। অবশ্যই আমি তাকে গালি দিয়েছি। কেন গালি দিয়েছি সেটা বুবলী ভালো করেই জানে। হুমকি আমি দেইনি। আমি সিনিয়র আর্টিস্ট আমি সন্ত্রাসী নই।’

তিনি আরো বলেন, ‘আমি তাকে ফোন দিয়েছি সে স্বাভাবিকভাবেই আমার ফোন রিসিভ করে আমাকে সালাম দিয়েছে। সে তো জানে না অপু তাকে ফোন দিয়েছে। আমি আমার পরিচয় দিতেই সে রেকর্ড করতে শুরু করে। আমিও তাকে বলে দেই রেকর্ড করে নে। এসময় আমি তাকে ‘তুই’ করে বলি, অনেক উত্তেজিত ছিলাম। তাকে গালি দিয়েছি। সে রেকর্ড করে রেখেছে। সবাইকে বলছে সে রেকর্ড শোনাবে। কিন্তু রেকর্ড তো আমিও করে রেখেছি। রেকর্ড আমিও শোনাবো।’

তবে কেন হঠাৎ বুবলীকে গালি দিলেন এ প্রসঙ্গে অপু বলেন, ‘আসলে সমস্যাটা তেমন কিছুই না। শাকিব খানকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে সেই ছবির ক্যাপশনে ‘হার্ট ইমো’ ব্যবহার করে ‘ফ্যামেলি টাইম’ লিখেছে। সে কেন ফ্যামেলি টাইম লিখেছে, সে কেন এটা লিখবে? শাকিব কি তাদের ফ্যামেলি মেম্বার? সে কি ইঙ্গিত করতে চায়? আমি শাকিবকে বিষয়টা বলার পর শাকিব আমাকে জানিয়েছে বুবলীর সাথে শুটিংয়ের বাইরে কথা হয় না। এরপরে আমি নিজেই তাকে ফোন দিয়েছি।’

শাকিবকে ফ্যামিলি মেম্বার বললে অপুর কি সমস্যা হতে পারে? অপু কেন রাগান্বিত? অপুর সাথে শাকিবের সম্পর্কটা কি? এমন প্রশ্নের জবাবে অপু কিছু সময়ের জন্য থেমে জবাব দেন, ‘এই প্রশ্নের উত্তরটা শাকিব দিতে পারবে। আপনারা শাকিব খানকে জিজ্ঞেস করুন।’