Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখােলা বাজার২৪।। শনিবার, ২৫ মার্চ ২০১৭: ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে বাংলার নিরস্ত্র মানুষের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তার চিত্র তুলে ধরে ২৫ মার্চ কে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানিয়েছেন নোয়াখালী জেলা প্রশাসক আয়োজিত গণহত্যা দিবসের আলোচনা সভার বক্তারা।

শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ মাহে আলম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিম সুপার মো.ইলিয়াছ শরীফ পিপিএম সেবা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জামেল হক মিলন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্যাহ, মুক্তিযোদ্ধা জিএস কাশেম, নোয়াখালী জেলা জজ আদালতের পিপি এডভোকেট মহিব উল্যাহ, জিপি কাজী মানসুরুল হক খসরু।

এছাড়া আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে জেলা শিল্পকলা একাডেমী পরিচালিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।