Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খােলা বাজার২৪।। রবিবার, ২ এপ্রিল ২০১৭:  অঙ্কুশ ও ঐন্দ্রিলার প্রেম নিয়ে শুধু যে অনুগামীরা উচ্ছ্বসিত তা নয়, বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অনেকেই মনে করেন এরা হলেন আইডিয়াল কাপল। একটি ভাল সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক সম্মান। পরস্পরের কাজের প্রতি সম্মান, জীবনযাপন ও মতাদর্শের প্রতি সম্মান না থাকলে কোনও সম্পর্কই টেকে না। অঙ্কুশ ও ঐন্দ্রিলা একই পেশার বলেই হয়তো সম্পর্কটা এতটা মজবুত। যতই ব্যস্ততা থাকুক, অঙ্কুশ-ঐন্দ্রিলা কিন্তু জীবনের বিশেষ দিনগুলি একসঙ্গেই কাটান।
শুক্রবার ছিল ঐন্দ্রিলার জন্মদিন। তাই এইদিনটায় বিশেষ প্ল্যান থাকবে এই টলি-দম্পতির, সেটা বলাই বাহুল্য। ওইদিন খুব কাছের কয়েকজন বন্ধুর সঙ্গে পুল-পার্টি করলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা আর সেই পার্টির ছবি আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায়। তবে ঐন্দ্রিলা যা যা উপহার পেয়েছেন তার মধ্যে অন্যতম সেরা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের টুইট।

বাংলার একজন অভিনেত্রীর কাছে এর চেয়ে বড় উপহার আর কী-ই বা হতে পারে। বিলেটেড হ্যাপি বার্থডে ঐন্দ্রিলা। কিপ স্মাইলিং।