শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় রাষ্ট্রপতি ভবনের অভ্যর্থনা অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর গাড়ি পৌঁছালে তাকে প্রহরা দিয়ে অভ্যর্থনা মঞ্চ ফোর কোর্টে নিয়ে যায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি।
এসময় তিনি শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। এরপর বাজানো হয় দু’দেশের জাতীয় সংগীত।গার্ড অব অনার দেওয়ার পর শেখ হাসিনা পরিচিত হন মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের মন্ত্রীদের সঙ্গে।