Sun. Sep 21st, 2025
Advertisements

5খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭: মাদারীপুরের কালকিনির প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামকে চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মাদারীপুর প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে শহিদুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব খান শিশির, দৈনিক বিশ্লেষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম খান, দি ইন্ডিপেনডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি আলী আকবর খোকা, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আকাশী, শহিদুল ইসলামের স্ত্রী সালমা বেগমসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সুর্বণগ্রামের স্টাফ রিপোর্টার সাইফুর রহমান রুবেল খান।

উল্লেখ, শুক্রবার দুপুরে কালকিনির পূর্ব এনায়েতনগরে নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদারের সমর্থকরা হামলা চালায় শহিদুল ইসলামের উপর। তাৎক্ষনিক থানায় খবর দিলে পুলিশ ওই সাংবাদিককে উদ্ধার করে কালকিনি থানায় নিয়ে আসে। এ সময় চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই সরোয়ার তালুকদার (৩০) ও নাজমুল খান (১৭) নামে দুইজনকে আটকও করা হয়। পরে রাতে চাঁদাবাজির মামলায় শহিদুলকে গ্রেফতার করে কালকিনি থানা পুলিশ। এরপর শনিবার সকালে শহিদুল ইসলামকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। পরে শুনানী শেষে দুপুরে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক আফরোজা বেগম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।