Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

79খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকালে গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী নাকি বলেছেন আরো পাঁচ বছর ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে প্রতিরক্ষা ‍চুক্তি করেছে। তিনি যেহেতু বলেছেন- আমরা আরো এক মেয়াদ ক্ষমতায় থাকবো, সেজন্যে তাকে ধন্যবাদ জানাই।’

খালেদা জিয়া ও বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপি নেত্রী কী বলবেন সেটা নিয়ে আমার কিছু যায়-আসে না। কারণ আমার সংবাদ সম্মেলনের পরই তো তাদের ঘ্যানর ঘ্যানর শুরু হবে। তাই এসব নিয়ে আমার কিছু যায়-আসে না।’
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ দেশের স্বার্থে রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে এসেছে। কারণ শেখ হাসিনা দেশ বিক্রি করতে নয়, দেশের স্বার্থ রক্ষা করতে জানে। আসলে দেশ বিক্রি করে তারাই, যারা উড়ে এসে জুড়ে বসে।’
তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি করিনি। যেসব চুক্তি হয়েছে সব সময়মতো জানতে পারবেন। দেশের স্বার্থবিরোধী গোপন চুক্তি করেছে বিএনপি। তারা চীনের সঙ্গে কী চুক্তি করেছে সে বিষয়ে এখনও কি কেউ কিছু জানতে পেরেছেন?