খােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭: বাঙালি সংস্কৃতির অন্যতম দিন পহেলা বৈশাখ। তাই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত শুক্রবার নববর্ষ উদযাপন করেছে দেশবাসী। তবে হালের জনপ্রিয় নায়িকা পরীমণির বৈশাখ নাকি শুরু হবে মঙ্গলবার থেকে।
এমনটাই জানালেন এ লাস্যময়ী। বর্তমানে সিলেটে অবস্থান করা পরীমণি বলেন, গত কয়েকটা দিন শুটিংয়ে বেশ ব্যস্ত সময় কাটিয়েছি। তাই নববর্ষের আনন্দ উচ্ছ্বাস গায়ে লাগাতে পারিনি। অনেক বন্ধু-বান্ধব ফোন করেছে। আক্ষেপ জানিয়েছে এই সময়ে আমার সিলেটে অবস্থান করায়। সিদ্ধান্ত নিয়েছি কাল (সোমবার) ঢাকায় ফিরে পরশু (মঙ্গলবার) এই নববর্ষের আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নেব। তাই বললাম- বৈশাখ এলেও আমার বৈশাখ শুরু হবে পরশু।
গত সপ্তাহে ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ শিরোনামের একটি জনপ্রিয় গান ও কয়েকটি দৃশ্যের শুটিংয়ের জন্য সিলেট যান পরীমণি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে দেখা যাবে সেই গানটি। পরীমণি ও কায়েস আরজু অভিনীত গানটি অবশ্য ছবির অন্যতম আকর্ষণ। নন্দিত চিত্রনায়ক সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার’ সিনেমার জনপ্রিয় গান ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’। দুই দশক ধরে শ্রোতাদের কানে মধুবর্ষণ করে চলেছে এই গানটি। জনপ্রিয় এই গানটিতে সালমান শাহ’র বিপরীতে ছিলেন চিত্রনায়িকা শাবনূর। জাকির হোসেন রাজুর কথা ও সুরে এ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও আগুন। ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় এ গানটিতে এবার কণ্ঠ দিয়েছেন ইমরান ও পড়শী। ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনা এবং শামীমুল ইসলাম শামীম এর পরিচালনায় ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।