খােলা বাজার২৪।। সোমবার, ১৭ এপ্রিল ২০১৭: বিআরটিএ এর ঘোষণা অনুযায়ী, ১৬ এপ্রিল রোববার থেকে বন্ধ হয়ে গেছে সিটিং বাস। সর্বনিম্ন ভাড়া মিনি বাসে ৫ টাকা ও বড় বাসে ৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ভাড়া হবে সরকার নির্ধারিত প্রতি কিলোমিটার হিসাবে। কিন্তু অধিকাংশ গাড়িই এ নিয়ম মানছে না। সিটিং সার্ভিস বন্ধে চলমান অভিযানে ক্ষুব্ধ সিটিং নামধারী বাসের চালক, হেলপার ও সংশ্লিষ্ট কর্মচারীরা। সিটিং সার্ভিসগুলো সড়কে লোকাল সার্ভিস বলে চললেও পরিবর্তন হয়নি আগের ভাড়া। বরং বেড়ে চলেছে যাত্রী ভোগান্তি। সিটিং সার্ভিসগুলো নতুন করে কৌশল অবলম্বন করে চলছে। তারা কাছের যাত্রী না উঠিয়ে দূরের যাত্রী উঠাচ্ছে আর ভাড়া নিচ্ছে ২০ টাকা করে। গুলিস্তান, সায়দাবাদ,সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া বাসসহ বেশ কিছু বাস লোকাল চললেও যাত্রীদের কাছ থেকে সিটিং ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, দূরের যাত্রী ছাড়া কাছের যাত্রীদের কোনো বাস তুলতে চাচ্ছে না। আর বাসে উঠে এক কিলোমিটরা রাস্তা গিয়ে নেমে গেলে ভাড়া নেওয়া হচ্ছে ১০টাকা থেকে ২০ টাকা পর্যন্ত। কাছের যাত্রীদের না তোলায় নারী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সায়েদাবাদ থেকে শাহবাগ যাওয়ার পথে দেখা যায়, বিগত দিনে প্রেসক্লাবে চেকিং করা হলেও উঠে গেছে চেকিং পয়েন্ট। তবে পল্টন থেকে বিআরটিএর চার্ট অনুযায়ী ৫ টাকা ভাড়ার কথা বলা হলেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ১০ থেকে ২০ টাকা।
এদিকে সায়েদাবাদ থেকে গাজীপুর এ/২২৫ রুটে চলাচলকারী বলাকা সার্ভিসের স্টাফরা বলছেন তাদের বাস সিটিং নয়, লোকাল। অথচ বাসে তুলছেন না কাছের কোনো যাত্রী। লোকাল বাস বলে উঠাচ্ছে, কিন্তু ভাড়া সিটিংয়ের সমান নিচ্ছেন। গত রবিবার থেকেই এ অবস্থা চলে আসছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা থেকে ২০ টাকা আদায় করা হচ্ছে। আবার কেউ উঠে নেমে গেলেও ১০ টাকা থেকে ২০ টাকা আদায় করছে।