Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭: 12অনলাইনে দর্শকপ্রিয়তা পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অক্ষর’ এবার যাচ্ছে বড়পর্দায়। ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় নির্মিত ছবিটি শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে। ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ উৎসবের এপ্রিল মাসের প্রদর্শনীতে ‘অক্ষর’সহ ৬টি স্বল্পদৈর্ঘ্য ও একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। বিকেল ৩টা থেকে দর্শকরা ছবিগুলো দেখতে পাবেন।

এ সম্পর্কে নির্মাতা ভিকি বলেন, “শিল্পকলা একাডেমির ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ উৎসবটি তরুণ নির্মাতাদের জন্য সম্ভাবনাময় একটি প্লাটফর্ম। ইতিমধ্যে এই উৎসবে আমার নির্মিত তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। ‘অক্ষর’ দিয়ে দর্শকদের বিপুল ভালোবাসা গ্রহণের পর এই ধরনের একটি প্লাটফর্মে এর প্রদর্শনী দেখে খুব ভালো লাগছে।”
জোভান ও সাফা কবির অভিনীত ‘অক্ষর’-এর চিত্রগ্রাহক ছিলেন সুমন সরকার ও সম্পাদনায় সাইফ রাসেল। সঙ্গীত পরিচালনায় ছিলেন মাহমুদ হায়াত অর্পণ।

উৎসবে প্রদর্শিত অন্য ছবিগুলো হলো— নাহিদা পারভীনের স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘সিডস অব উইংস, রেহমান রাহাতের ‘ভাইরাস’ (উদ্বোধনী প্রদর্শনী), নাহিদা সুলতানার ‘ঘুড়ি’, শাহরিয়ার চয়নের ‘গন্তব্যহীন’, মীর গালিব ও ইশতিয়াক আসিফের ‘আগন্তুকের লাল গোলাপ’ এবং শামীম আখতার নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রীনা ব্রাউন’।