খােলা বাজার২৪।। সোমবার, ৮ মে, ২০১৭: সাগরের পানির নিচ থেকে ফটোশ্যুট করতে গিয়ে হাঙরের কামড় খেলেন এক পর্ন তারকা, মডেল। আমেরিকার এই মডেলের নাম মলি কাভালি। ফ্লোরিডার সমুদ্রে নেমে তিনি ঐ ফটোশ্যুটটি করছিলেন। তখনই ঘটনাটি ঘটে।
ফ্লোরিডার ঐ সাগরে হাঙরের অনেক বেশি প্রতাপ, তা প্রকাশিত ভিডিওতে দেখা গেছে। সেখানেই নামেন আবেদনময়ী পর্নস্টার মলি। পানিতে নামার আগে বেশ উত্তেজিত দেখা যায় তাকে। তবে কয়েক মুহূর্তের মধ্যে ঘটনা পাল্টে যায়।
একটি খাঁচার মধ্যে ঢুকে তিনি পানিতে ঝাপ দেন। মাঝ সাগরে খাঁচার মধ্যে ভাসছেন মডেল আর তার চারদিক ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ভয়ঙ্কর হাঙর। এভাবেই শ্যুট করতে চাইছিলেন।
ঐ ভাসমান খাঁচার মধ্যে নামার কিছু পরেই তিনি লক্ষ্য করেন তার চারপাশটা রক্তে ভেসে যাচ্ছে। কী হয়েছে প্রথমে বুঝতে পারেননি। তড়িঘড়ি উপরে উঠে আসেন। উপরে এসে পায়ের দিকে চোখ পড়তেই আঁতকে ওঠেন। বাম পায়ের গোড়ালি রক্তে ভেসে যাচ্ছে।
আর সেখানে হাঙরের দাঁতের দাগ স্পষ্ট। পানির তলায় লাগানো ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। ভিডিওটি বেশকিছু গণমাধ্যম শেয়ার করেছে। খবর ডেইলি মিরর
https://youtu.be/heYmjj0WfsQ