Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খােলা বাজার২৪।। সোমবার, ৮ মে, ২০১৭: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনা কেন্দ্রে শুক্রবার দিবাগত রাতে লাঞ্ছিত হন শাকিব খান। বিষয়টি নিয়ে সিনেপাড়ায় জোর আলোচনা চলছে। রয়েছে পরস্পরবিরোধী বক্তব্য। এ ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেলিব্রিটি দম্পতি ওমর সানী-মৌসুমীর ছেলেন ফারদিন এহসান। শাকিবকে আশা হারাতে মানা করেন তিনি।

ফারদিন রোববার দুপুরে লেখেন, ‘কালকে রাতে এফডিসিতে কী হয়েছে শাকিব খানের সাথে তার প্রত্যক্ষদর্শী আমি। শাকিব চাচা হতাশ হবেন না। চাইলেই দুইদিনের হিরো এসে ইন্ডাস্ট্রিতে শাকিব খান হতে পারবেন না। আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ।’

এছাড়া শাকিবের উপর হামলায় প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নায়িকা অপু বিশ্বাস ও পরিচালক সাইফ চন্দনসহ অনেকে। শিল্পী সমিতির নির্বাচনে ওমর সানী-অমিত হাসান প্যানেলকে সমর্থন দেন শাকিব। শুক্রবার মধ্যরাতে তিনি ভোট গণনা কক্ষে হাজির হলে অপ্রীতিকর ঘটনা ঘটে।

অভিযোগ উঠে, নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছিলেন এ নায়ক। তবে শাকিব জানান, সমিতির বর্তমান সভাপতি হিসেবে দেখতে গিয়েছিলেন ভোট গণনায় দেরি হচ্ছে কেন।

উল্লেখ্য, এ নির্বাচনে সভাপতি হয়েছেন মিশা সওদাগর, সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। সেলিব্রিটি কিড ফারদিন চলচ্চিত্র নিয়ে পড়ছেন যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যে নির্মাণ করেছেন দুটি টেলিফিল্ম।