খােলা বাজার২৪।। বুধবার, ১০ মে, ২০১৭: ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজার সংলগ্ন শাজাহান মিয়ার বাড়িতে মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বসতঘর সহ ৩টি ঘর ভাংচুর ও লুটপাট করে। এ সময় গুরুতর আহত হন এক গর্ভবতী নারীসহ দুইজন।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজার সংলগ্ন শাজাহান মিয়ার বাড়িতে মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা বসতঘর সহ ৩টি ঘর ও আসবাবপত্র ভাংচুর করে। লুটপাট করে নেয় ৩৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার সহ নগদ ৭ লাখ টাকা। হামলাকারি ফজলুল হক, তার ছেলে জয়নালের নেতৃত্বে তোফাজ্জল, দুলাল, চানু, সুরুজ, জালাল, জসিম, মিজান, আলমগীর ও বিল্লালসহ ১৫/২০ জন সন্ত্রাসী তান্ডব শেষে ঘরের টিনগুলো পিকআপ ভ্যানে করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন শাজাহানের গর্ভবতী মেয়ে মোছা. শাহানাজ বেগম (৩০)। সন্ত্রাসীরা হামলা, ভাংচুর ও লুটপাট করে চলে যাওয়ার পর তার স্বজনরা প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানাজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। অপরদিকে আহত ইব্রাহিম খলিলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে রাতেই খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ফজলুল হককে আটক করে থানায় নিয়ে আসে। এছাড়াও থানায় মামলা করার কথা বলে এসআই জুবাইদুল শাজাহানকেও থানায় এনে আটকে রাখে। পাশেরঘরের আছিরুন জানান, রাতে ভাংচুরের শব্দ ও অস্ত্রের ভয়ে ঘর থেকে বের হতে না পারলেও জানালা দিয়ে ভাংচুর দেখেছি।
শাজাহান মিয়ার ছেলে ইব্রাহিম খলিল জানান, রাত দুইটার দিকে আমাদের ক্রয়কৃত ১৫ শতাংশ বসতভিটা ফজলুল হক ও তার ছেলে জয়নাল দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছে। জোরপূর্বক বসতভিটা দখলের চেষ্টার ঘটনায় আদালতে মামলা করা হয়েছে,মামলাটি এখনো চলমান।
আটক দুজনকেই বিকেলে ছেড়ে দিলেও দুপুরে ওসি মনিরুজ্জামান জানান, ফজলুল হক ও শাজাহানকে আদালতে প্রেরন করা হবে।