Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32kখােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭:গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণীর কর্মচারীর ন্যায় সমস্কেল প্রদান, অবসর ভাতা প্রদান, ঢাকার আশপাশে গ্রাম পুলিশ প্রশিক্ষণ সেন্টার স্থাপন সহ ৫ দফা দাবি বাস্তবায়নে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ মে) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন নোয়াখালীর আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালনের পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করেন সংগঠনের নেতারা। এর আগে সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে নোয়াখালী প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় তারা।

এসময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন নোয়াখালীর সভাপতি মো.আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো.হানিফ, কার্যকরী সদস্য মো.আলা উদ্দিন, আতিকুল ইসলাম মানিক, সংগঠনের সুবর্ণচর উপজেলা সাধারণ সম্পাদক মো.ইউসূফ গনি, কবিরহাট সাধারণ সম্পাদক মো.রফিক উল্যাহ, আলি আকবর, নুর নবী, মফিজ উল্যাহ প্রমুখ।

অবিলম্বে গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণীর কর্মচারীর ন্যায় সমস্কেল প্রদান, অবসর ভাতা প্রদান, ঢাকার আশপাশে গ্রাম পুলিশ প্রশিক্ষণ সেন্টার স্থাপন সহ ৫ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।