খােলা বাজার২৪।। মঙ্গলবার , ১৬ মে, ২০১৭: সত্য ঘটনা নিয়ে নির্মিত বৈশাখী টেলিভিশনের গোয়েন্দা-ভিত্তিক ধারাবাহিক লেডি গোয়েন্দা। একেকটি কাহিনী শেষ হয় তিন পর্বে। লেডি গোয়েন্দা ধারাবাহিকের এবারের গল্প ‘রাজিয়া হত্যাকাণ্ড’।
প্রথম পর্ব প্রচারিত হবে ১৬ মে মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে। টিপু আলমের মূল ভাবনায় লেডি গোয়েন্দা পরিচালনা করছেন ডি এ তায়েব। পর্ব পরিচালনা করছেন জি এম সৈকত।
লেডি গোয়েন্দা নাটকে অভিনয় করছেন মিমো, চৈতি, তামান্না, ফেরদৌস আহমেদ লীনা, শিশির আহমেদসহ আরও অনেকে।