খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭: বলিউড কাঁপানো সুন্দরী এখন দুই সন্তানের মা। ৫ বছর বয়সী দুই যমজ ছেলে উইনস্টোন এবং ইরাজ এবং স্বামীকে নিয়ে বেশ ভালোই সংসার করছেন সাবেক মিস ইন্ডিয়া সেলেনা জেটলি। কিন্তু, যমজ দুই সন্তানের মা সেলেনা নাকি সন্তান জন্ম দিতে যাচ্ছেন। এবারও আবার সেই যমজ সন্তানেরই মা হচ্ছেন এই বলিউড তারকা।
সেলিনার স্বামী পিটার হাগ জানিয়েছেন, সম্প্রতি জানা যায় তার স্ত্রী আবার মা হতে চলেছেন। আর এরপরই চিকিত্সকের কাছে গেলে তিনিই সেলেনার আবার যমজ সন্তান জন্মের কথা জানান। তবে সেলেনা বেশ খুশি। জানিয়েছেন, তারা ভাগ্যবান। আর তাই আবারও ঈশ্বর তাঁদের বাবা-মা হওয়ার সুযোগ দিয়েছেনl
তারা ভাল বাবা-মা হওয়ার চেষ্টা সব সময় করেছেন আবারও করবেন বলেও জানিয়েছেন সেলেনা। তবে, প্রাক্তন মিস ইন্ডিয়া সেলিনা যে আবার যমজ সন্তানের মা হচ্ছেন, তা নিয়ে বি টাউনে কিন্তু বেশ গুঞ্জন শুরু হয়েছে। ইন্ডিয়া টুডে।