Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

k5খােলা বাজার২৪।। রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭: যুক্তরাজ্যের লন্ডনে একটি বিপণিবিতানে এসিড হামলার ঘটনা ঘটেছে।কথিত ওই এসিড হামলার ঘটনায় ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

২৩ সেপ্টেম্বর শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে স্ট্রাটফোর্ড সেন্টারে কয়েকজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি স্প্রের মাধ্যমে ওই হামলার ঘটনা ঘটায়। এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশ ঘটনাস্থলে এসে সন্দেহজনক একজনকে আটক করেছে।

পুলিশ জানায়, ওই বিপণিবিতানে কয়েকজন পুরুষ স্প্রের সাহায্যে ক্ষতিকারক পদার্থ লোকজনের উপর মারছে বলে জানা গেছে। তবে পুলিশ মনে করছে এ ঘটনাটি কোনো সন্ত্রাসী হামলা না।এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন বলে জানা যায়। এদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আর বাকি ৩ জনকে হাসপাতালে নেওয়া হয় বলে জানা যায়।

কী কারণে তাদের মুখে এসিড জাতীয় ক্ষতিকারক পদার্থ মারা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।