খােলা বাজার২৪।। রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭: জয়া আহসানকে শুধু বাংলাদেশের অভিনেত্রী বললে এখন ভুলই হবে। কারণ দেশের সীমা পার হয়ে এই অভিনেত্রী এরই মধ্যে জয় করে নিয়েছেন ওপার বাংলার দর্শকের মনও। জয়া এখন যতটা না ব্যস্ত থাকেন ঢাকার ফিল্ম নিয়ে তারচেয়েও বেশি ব্যস্ত থাকেন টালিগঞ্জের কাজ নিয়ে। কলকাতার সংবাদ মাধ্যমগুলোতেও তার উপিস্থিতি চোখে পড়ার মতো। এখন চলছে পূজার মৌসুম।
আর এই মৌসুমে জয়া থাকবেন না তা কী হয়। তাই তো তাকে নিয়ে পূজার সাজের একটি ফটোশ্যুট এর আয়োজন করেছে কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন। শাড়ি পরা এই ফটো শ্যুটে জয়াকে একেবারেই অন্য রকম লাগছে।
বলে রাখা ভালো, ২২ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া অভিনীত ও আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ চলচ্চিত্রটি।