খােলা বাজার২৪।।শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭: একই ওভারে ডিন এলগার পূর্ণ করলেন দেড় শতক। অপরদিকে হাশিম আমলা করলেন সেঞ্চুরি। ৬৮ রানে দিন শুরু করেছিলেন আমলা। ১১ চার ও ১ ছক্কায় ১৪৩ বলে করেন সেঞ্চুরি। আর ১২৮ রানে শুক্রবার শুরু করে ডিন এলগার দেড় শতক পূর্ণ করে ডাবল সেঞ্চুরির পথে হাঁটছেন। সবশেষ ১০২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ৩৫৫।
এর আগে বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনটা হতাশা দিয়েই কেটেছে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার ও অভিষিক্ত এইডেন মারক্রামের ব্যাটিং দৃঢ়তায় শক্ত ভিত্তি পেয়েছে প্রোটিয়ারা। দুজনে মিলে ১৯৬ রানের বিশাল উদ্বোধনী জুটি গড়েন।
অভিষেকে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মারক্রাম (৯৭) এ সময় রান আউট হলে প্রোটিয়াদের প্রথম উইকেটের পতন ঘটে। তবে নবম টেস্ট শতক তুলে নিয়েছে প্রোটিয়া উদ্বোধনী ব্যাটসম্যান এলগার। অপরপ্রান্তে আমলাও দাঁড়িয়ে যান খুটির মতো। দিনশেষে ১০২ রান তোলে অবিচ্ছিন্ন ছিলেন আমলা-এলগার জুটি।