Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

k18শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭: আরিফিন শুভ-মাহিয়া মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি দেশব্যাপী আজ শুক্রবার ১৩০টি হলে মুক্তি পেয়েছে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, নওশাবা, নায়ক আলমগীর ও শিপন মিত্র।

ছবিটির গল্প লিখেছেন গোয়েন্দা পুলিশের এডিসি সানী সানোয়ার। পরিচালনা করছেন দীপংকর দীপন। তিনি জানান, ছবিটি আগামী ২০শে অক্টোবর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন দেশে মুক্তি পাবে।

ঢাকা, বান্দরবান এবং মালয়েশিয়ার বিভিন্ন স্থানে ‘ঢাকা অ্যাটাক’-এর শুটিং হয়েছে। অভিনেতা আরিফিন শুভ বলেন, শুটিং অনেক আগে শেষ হয়েছিল। কারিগরি অংশটুকু সুন্দরভাবে উপস্থাপনের জন্য মুক্তিতে সময় লেগেছে। ছবির গান, গল্প ও লোকেশন দর্শক পছন্দ করবে।