Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ১৩ই অক্টোবর, ২০১৭: ক্ষতিকর মোবাইল বা অনলাইন গেমস/লিংক/অ্যাপস থেকে সন্তানদের বিরত রাখতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। একই সঙ্গে এ জাতীয় তথ্যাদি অফিস সময়ে ২৮৭২ নম্বরে ফোন করে বিটিআরসি কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

বিটিআরসির মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচাল মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েব লিংক/এড্রেস/গ্রুপ এবং অ্যাপসের মাধ্যমে অনলাইনে বিভিন্ন ক্ষতিকর আসক্তিমূলক, জীবন হানিকর গেমস পরিচালিত হচ্ছে।

এসব ওয়েব লিংক/এড্রেস/গ্রুপ এবং অ্যাপস ব্যবহার করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কিশোর-কিশোরী ও উঠতি বয়সের তরুণ-তরুণীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সর্বস্তরের জনসাধারণের সচেতনতা প্রয়োজন।