খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭: ভাত, ডাল, সবজি, মাছ সমস্ত ছেড়ে মানুষের খাদ্য এখন কৃমি! যে কৃমি পেটে থাকলে মানুষের দুর্বিষহ অবস্থা হয়ে উঠে, যে কৃমির কথা শুনলে গা ঘিন ঘিন করে, তা কিনা এখন মানুষের খাবারের পাতে!
কলকাতার এবেলা অনলাইনের খবরে বলা হয়েছে, ফিলিপাইনে বাড়িতে অতিথি এলে তাকে আপ্যায়ন করতে তার সামনে সাজিয়ে দেওয়া হয় কিলবিল করা জ্যান্ত কৃমি।
এই কৃমিদের বসবাস বাঁশের মধ্যে। ফিলিপাইনের আকলান ও পালাওয়ান প্রদেশে এই কৃমির নাম তামিলোক। যেহেতু বাঁশের মধ্যে পাওয়া যায়, তাই এই কৃমিদের উডওয়ার্মস বলা হয়।
ম্যানগ্রোভ অঞ্চলের গাছের মধ্যে থেকে পাওয়া যায় এই কৃমি। বাঁশ কেটেই বের করা হয় কিলবিল করা জ্যান্ত কৃমি।
কিন্তু ফিলিপাইনের মানুষের দাবি, এইগুলি কৃমি নয়। এরা আসলে শামুক জাতীয় প্রাণী।