Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭: ক্লাস নাইন থেকে টানা তিন বছর মালিবাগ চৌধুরীপাড়ার ই হক কোচিং সেন্টারে পড়েছেন দিলশাদ নাহার কণা। সে সময় তাঁদের ইংরেজি ও বাংলা ক্লাস নিতেন মোশাররফ করিম।

তখনকার সেই শিক্ষক-ছাত্রী এখন নিজ নিজ ক্ষেত্রে জনপ্রিয় মুখ। ২৫ অক্টোবর সন্ধ্যায় নিকেতনের অডিও পিপল স্টুডিওতে একটি গানের রেকর্ডিংয়ে গিয়েছিলেন কণা। একই স্টুডিওতে মোশাররফ করিম গিয়েছিলেন নাটকের ডাবিং করতে। সেখানেই দেখা। শিক্ষক-ছাত্রী মিলে গল্প জুড়ে দেন। সেলফিও তোলেন।

কণা বলেন, “স্যারের শরীরটা ভালো না। এই শরীরেই ডাবিং করতে এসেছিলেন। আমাকে দেখে খুশি হয়েছেন। আমি ছবি তুলতে গেলে বলেন, ‘চলো, তোমার সঙ্গে ছবি তুলে হাসির অভিনয় করি। ’ আমাকে এখনো অনেক আদর করেন। দেখা হলে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকেন। মাথায় হাত দিয়ে বলেন, ‘কণা, বড় হয়ে গেছ না!’ আমি যে বড় হয়ে গেছি, সবাই যে আমার সঙ্গে ছবি তুলতে আসে, তিনি তা মুগ্ধ দৃষ্টিতে দেখেন। আমার প্রতি তাঁর অনেক দোয়া আছে। ”

ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করে পোস্টে কণা লেখেন, ‘আপনারা বলেন মোশাররফ করিম। আমি বলি শামীম ভাইয়া। আপনারা তাঁকে চেনেন জনপ্রিয় অভিনেতা হিসেবে, আর তিনি আমার প্রিয় টিচার। সিলেবাসের বাইরেও জীবনের অনেক শিক্ষাই পেয়েছি তাঁর কাছে। জানাই কৃতজ্ঞতা। ’
image-id-665271
বইয়ের উপর পা, তোপের মুখে অক্ষয়পত্নী টুইঙ্কেল
image-id-665195
ছুরি নিয়ে আসছি, সানিকে হুমকি
image-id-665172
‘নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হবো না’
image-id-665146
ছাত্রীকে দেখে খুশি শিক্ষক