খােলা বাজার২৪। বুধবার, ১ নভেম্বর, ২০১৭: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহ্যাটনে সাইকেল চলাচলের রাস্তায় ট্রাকের হামলায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লোয়ার ম্যানহাটনের ওয়েস্ট স্ট্রিটে এ ঘটনা ঘটে।
পুলিশ ট্রাক ড্রাইভারকে আটক করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা রংয়ের একটি ট্রাক সাইকেল চলা পথে উঠে লোকজনকে ধাক্কা দেয়। এরপর একটি স্কুল বাসকে ধাক্কা দিলে আটজনের মৃত্যু হয়।
এদিকে পুলিশের বরাত দিয়ে সিএনবিসি-এর খবরে বলা হয়েছে, লোয়ার ম্যানহ্যাটনের পশ্চিমপাশের মহাসড়ক থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সাধারণ জনগণকে ওই এলাকা পরিহার করে চলাচল করতে বলেছে।