খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭: কামরুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁওয়ে পুলিশী বাঁধার মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফয়সাল আমীন, থানা বিএনপির আব্দুল হামিদ, পৌর বিএনপির তারিক আদনান, যুব দলের মাহাবুব হোসেন তুহিন, ছাত্র দলের কায়েস প্রমুখ।