Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ৫ নভেম্বর, ২০১৭: গুজরাটে বিধানসভা ভোটের আগে বড়সড় ধাক্কা খেল বিজেপি। নির্বাচনের সঙ্গে কোনও সম্পর্ক নেই সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবতী’র। তাই এ সিনেমার মুক্তি স্থগিত রাখা যাবে না। এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

গোড়া থেকেই সঞ্জয় লীলা বনশালির ছবি ছিল সমালোচনার তুঙ্গে। রানি পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিনের প্রেম ছবির সিংহভাগ দখল করে আছে। এমন অভিযোগে সেট ভাঙচুর করেছিল কর্ণি সেনা। কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর দাবি ছিল, রানি পদ্মাবতীকে এখানে অবমাননা করা হয়েছে। পরিচালক পরে করজোরে জানান, যা ভাবা হচ্ছে তা নয়। তবে তাতে চিঁড়ে ভেজেনি। পদ্মাবতী হিসেবে দীপিকার পোস্টার বের হতেই তা পুড়িয়ে দেয় কর্ণি সেনা। আরেক রাজপুতানা সংগঠন ফরমান জারি করে, আগে তাদের দেখাতে হবে। তারপরই মুক্তির অনুমতি মিলবে।

কিন্তু এতকিছুর পরও ‘পদ্মাবতী’র জনপ্রিয়তা এতটুকু কমেনি। ফার্স্টলুক বের হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ মানুষ সাক্ষী হয়েছে এই কাহিনির। এর মধ্যেই শোনা যায় ছবির মুক্তিতে স্থগিতাদেশ চাওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর মোতাবেক, বিজেপি মুখপাত্র আই কে জাদেজা জানান, যতদিন না পুরো ঝামেলা মেটে ততদিন ছবি মুক্তি না হওয়াই ভাল। বিজেপির এই আবেদনে সায় ছিল কংগ্রেসেরও। কংগ্রেস নেতা শক্তি সিং গোহলি বলেন, যদি মনে হয় এ ছবি বিশেষ একটা শ্রেণির মানুষের ভাবাবেগে আঘাত করবে, তবে সকলকে সঙ্গে নিয়ে একটা প্রদর্শনীর ব্যবস্থা হোক। তাহলেই মতামত জানা যাবে। সত্যই যদি ইতিহাসের বিকৃতি ঘটে তবে ছবি মুক্তি না পাওয়াই ভাল। জানা গিয়েছে, দুই দলের এই মতকেই খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের মতে বলিউড সিনেমার সঙ্গে গুজরাট নির্বাচনের কোনও সম্পর্ক নেই। তাই এ সিনেমা সময়ে মুক্তি না পাওয়ার মতো কোনও কারণ নেই। এদিকে রাজস্থানে ‘পদ্মাবতী’ নিয়ে বিক্ষোভ অব্যাহত। অনেক জায়গাতেই পোস্টার নিয়ে, মিছিল করে প্রতিবাদ জানানো হচ্ছে ছবির মুক্তিতে। যদিও দেশের নানা প্রান্তের দর্শক ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছে বলেই খবর। তাই প্রযোজকরাও পয়লা ডিসেম্বরই ছবি রিলিজ করার সিদ্ধান্তে অনড় রয়েছেন বলেই জানা গিয়েছে।