খােলা বাজার২৪। রবিবার, ৫ নভেম্বর, ২০১৭: ক্রিকেট মাঠে এমন ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে কুকুর ঢোকার ঘটনা ঘটে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরেও যোগ হলো কুকুরের নাম। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংস আর রংপুর রাইডার্স যখন মাঠে লড়ছে ঠিক তখনই মাঠে পা পড়ল কুকুরের। সঙ্গে সঙ্গেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলা ম্যাচ খানিকক্ষণ বন্ধ হয়ে গেল।
কুকুর তাড়াতে সবার আগে এগিয়ে যান মেহেদী হাসান মিরাজ। কুকুরটাকে ধাওয়া করে মাঠছাড়া করেন এই স্পিন অলরাউন্ডার। কুকুর বের হওয়ার পর খেলা পুনরায় শুরু হয়। শেষমেশ রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারায় মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। রাজশাহীর দেয়া ১৫৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর রাইডার্স। রংপুরের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন শাহরিয়ার নাফিস (৩৫ রান), মোহাম্মদ মিথুন (৪৬ রান) ও রবি বোপারা (৩৯* রান)।
তার আগে দিনের প্রথম ম্যাচে জয় পায় সিলেট সিক্সার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে পরাজিত করে নাসির হোসেনের দল। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। জবাবে ১৯ বল এবং ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিক সিলেট।