Wed. Oct 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার,৬ নভেম্বর, ২০১৭: রাজশাহী কিংসের নতুন ঘোষণা শুনে হয়ত পরিবেশকর্মীরাই সবচেয়ে বেশি খুশি হবেন। কিংস ব্যাটসম্যানদের কাছ থেকে দেখতে চাইবেন বেশি বেশি ছক্কা। কারন এখন থেকে ছক্কা প্রতি একটি করে গাছ লাগানোর ঘোষণা দিয়েছে গেল আসরের রানার্সআপরা।

সমস্ত দেশে সবুজ সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘অ্যা ছিক্স, অ্যা ট্র’ ক্যাম্পেইন শুরু করেছে কিংস। এখন থেকে তাই ড্যারেন স্যামি, মুশফিকুর রহিমরা ছক্কা মারলেই বাড়বে সবুজের সংখ্যা।

ফ্রেইঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পেইনের ফলে কেবল রাজশাহীর ভক্তরা নন। বিপিএলের সমস্ত দর্শকই বৃক্ষ রোপনে অনুপ্রাণিত হবেন।