খােলা বাজার২৪। সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭: রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে সহজ জয় পায় ব্রাজিল। ফ্রান্সের লিলেতে জাপানকে ৩-১ গোলে পরাজিত করে তিতের দল। মঙ্গলবার ওয়েম্বলি স্টেডিয়ামে ব্রাজিল খেলবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।
এই ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন ফিলিপ কুতিনহো। ইনজুরির কারণে লিভারপুলের হয়ে গত তিনটি ম্যাচ খেলতে পারেননি তিনি। পেশীর ইনজুরিতে পড়া এই ব্রাজিলিয়ান জোর দিয়েই বলেছেন, ‘আমি শতভাগ ফিট।
সর্বশেষ গত ২২ অক্টোবর লিভারপুলের হয়ে খেলেছিলেন কুতিনহো। যেখানে নতুন শক্তির দল টটেনহামের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পায় অল রেডসরা। সে ম্যাচে পেশীতে চোট পেয়ে ছিটকে যান তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডার। -সক্কার২৪লাইভ