Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০১৭: প্রতিদিন শিক্ষার্থী অভিভাবকদের কোলাহলে মুখর থাকলেও আদালতের নির্দেশনার পর থেকে রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের দুটি শাখায় বিরাজ করছে শুনশান নিরবতা। নিরাপত্তাকর্মীরা রয়েছেন স্কুলের দায়িত্বে।

বুধবার ধানমন্ডি শাখায় গিয়ে দেখা যায়, ধানমন্ডির ১১/এ সড়কের ৭৮ নম্বর বাড়ির স্কুলটি বন্ধ। গেটে রমজান ও জাহাঙ্গির নামের নিরাপত্তা প্রহরী দায়িত্ব পালন করছেন। তারা জানান, ধানমন্ডির ৬/এ সড়কে, মোহাম্মদপুর ও গুলশান লেকহেড গ্রামার স্কুলের তিনটি শাখা ছিল। পরে ধানমন্ডির ৬/এ সড়ক মোহাম্মদপুর বন্ধ রেখে ১১/এ সড়কের ৭৮ বাড়িতে ও গুলশান শাখাটি চালু ছিল। কিন্তু গত ৭ নভেম্বর থেকে সকল কার্যক্রাম বন্ধ রয়েছে। কোন কর্মকর্তা ও শিক্ষকরা স্কুলে আসছেন না।
স্কুলের প্রশাসনিক কর্মকর্তা আসিফ বলেন, শিক্ষা মন্ত্রণালয় স্কুল বন্ধ করেছিল। কিন্তু হাইকোর্ট গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টার মধ্যে স্কুলটি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এখন মন্ত্রণালয় অনুমতি দিলে স্কুল খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল লেকহেড গ্রামার স্কুল ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেয়া হাইকোর্টের নিদের্শ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একইসঙ্গে এ বিষয়ে শুনানির জন্য আগামী রোববার শুনানির দিন ধার্য করা হয়েছে।