Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার , ১৭ নভেম্বর, ২০১৭: ১৯৯৭ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্ট এক ব্যাক্তি তার গাড়ি চুরি হয়েছে বলে পুলিশকে জানিয়েছিলেন। ২০বছর পর সেই গাড়িটিকে খুঁজে বের করে স্থানীয় পুলিশ। তারা আবিষ্কার করেন যে গাড়িটি চুরি হয়নি, বরংচ এই লোকটি এটিকে পার্ক করে ভুলেই গিয়েছিলেন যে উনার গাড়িটি সেখানেই রয়েছে।

ইন্ডিপেনডেন্ট ইউকে জানায়, এই লোকটির নাম অগসবার্জার আলগেমেই। বর্তমানে তার বয়স বছর। দীর্ঘ ২০ বছর পর নিজের প্রিয় গারির সাথে মিলিত হতে পেরে সে আবেগে ফেটে পড়ে।

স্থানীয় পুলিশ জানায়, এই গাড়িটির পিছে ৪০ হাজার ইউরো নগদ পাওয়া যায়। এই গাড়িটির যন্ত্রাংশের মূল্য রয়েছে ৫০ হাজার ইউরো।

সুত্র : ইন্ডিপেনডেন্ট ইউকে