Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০১৭: মিয়ানমার সামরিক বাহিনীর অত্যাচারে নিজ মাতৃভূমি থেকে বিতারিত রোহিঙ্গাদের দুর্ভোগের বিষয়টি এখন কারো অজানা নয়। অত্যাচার সহ্য করতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা এখন ৬ লাখেরও বেশি।

রোহিঙ্গা সমস্যা এবং এ বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে তাদের সঙ্গেই কথা বলবেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

বুধবার একটি বিবৃতি প্রকাশ করে ভ্যাটিকানের মুখপাত্র গ্রেগ বুরকে জানান, চলতি মাসের ৩০ তারিখে ইয়াঙ্গুনের একটি গীর্জায় মিয়ানমার সেনা প্রধান মিন অং হ্লিয়াং’র সাথে সাক্ষাত করবেন পোপ ফ্রান্সিস।

এর আগে শনিবার পোপের সঙ্গে বৈঠক করেছিলেন মিয়ানমান কার্ডিনাল চার্লস মাউঙ বো। তখনই মিয়ানমান সেনা প্রধানের সঙ্গে পোপের বৈঠকের বিষয়টি আলোচনা করা হয়।

আগামী মাসের প্রথমে অর্থাৎ ডিসেম্বরের ১ তারিখে ঢাকায় আসবেন পোপ। সেসময় বাংলাদেশে আশ্রয় নেওয়া মুসলিম রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন পোপ। সরাসরি রোহিঙ্গাদের কাছ থেকে সকল বিষয় জানার জন্য এই পদক্ষেপ নিচ্ছেন পোপ। রয়টার্স