Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার , ২৫ নভেম্বর, ২০১৭: জয় হোক মানুষের ক্ষয় হোক দুর্বৃত্তের’ স্লোগানে শুরু হলো শীতকালীন পথনাটক অভিনয় কর্মসূচি। বাংলাদেশ পথনাটক পরিষদ এই কর্মসূচির আয়োজন করেছে।

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমণ্ডলির সদস্য ঝুনা চৌধুরী। বক্তব্য রাখেন নাট্যকার ড. রতন সিদ্দিকী, গ্রুপ থিয়েটার ফেডারেশানের জেনারেল সেক্রেটারি আখতারুজ্জামান, পথনাটক পরিষদের সহ-সভাপতি ড. মোহাম্মদ বারী। সভাপতিত্ব করেন পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস। সঞ্চালক ছিলেন আখতারুজ্জামান কিরণ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় পাঁচটি পথনাটক।

১৯৯২ সালে প্রতিষ্ঠালাভের পর থেকে বাংলাদেশ পথনাটক পরিষদ প্রতি বছর শীত মৌসুমের সাপ্তাহিক ছুটির শুক্রবার পথনাটক প্রদর্শনীর আয়োজন করে আসছে।