Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার , ২৬ নভেম্বর, ২০১৭:রাহিজা খানম ঝুনু আর নেই। আজ রোববার সকাল সাড়ে ৭টায় তিনি মারা গেছেন।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত এই নৃত্যশিল্পী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই ছেলে, এক মেয়েসহ বহু ভক্ত, শিষ্য ও গুণগ্রাহী রেখে গেছেন।

রাহিজা খানম ঝুনুর বড় ছেলে আহসান উল্লাহ চৌধুরী বলেন, তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত নানা রোগে ভুগছিলেন। ফুসফুসে পানি জমার পাশাপাশি তাঁর কিডনি মারাত্মকভাবে আক্রান্ত হয়।

তবে দেশের কোনো হাসপাতালে রাহিজা খানম ঝুনুর কিডনি ডায়ালাইসিস করা সম্ভব হয়নি। বিদেশে নিয়ে যাওয়ার কথা থাকলেও সে সুযোগ আর আসেনি। সর্বশেষ তিনি ল্যাবএইড হাসপাতালের ডা. এ পি এম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

ল্যাবএইড হাসপাতাল থেকে রাহিজা খানম ঝুনুর মরদেহ নিয়ে যাওয়া হয় কায়েৎটুলীর বাসভবনে। সেখান থেকে দুপুরে তাঁর মরদেহ নিয়ে আসা হবে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাবে তাঁকে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, স্বনামধন্য এই নৃত্যশিল্পীর মরদেহ আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

আজ এই গুণী শিল্পীর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে।