Wed. Oct 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার , ২৭ নভেম্বর, ২০১৭:অভিনয়, জনপ্রিয়তা, পারিশ্রমিক- সবকিছুতেই হালের অন্য তারকাদের অনেক আগেই ছাড়িয়ে গেছেন শাকিব খান। জনপ্রিয়তার শুরু থেকেই তিনি ছবিপ্রতি মোটা অঙ্কের পারিশ্রমিক নিতেন। এবার নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন বাংলা চলচ্চিত্রের স্বঘোষিত কিং খান। জানা গেছে, তরুণ নির্মাতা রাশেদ রাহা পরিচালিত ‘নোলক’ ছবিতে অভিনয়ের জন্য ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান। পারিশ্রমিক বিষয়ে শাকিব খানের ভাষ্য, ‘এখন আগের মতো গড়পড়তায় ১০-১২টা ছবিতে কাজ করি না। বছরে সর্বোচ্চ ৪-৫টি ছবিতে অভিনয় করি। শেষ যে কয়টি ছবি মুক্তি পেয়েছে, প্রতিটিই সুপারহিট। তাই ৫০ লাখ টাকা পারিশ্রমিক নেওয়াটা আমার অধিকার।’

নোলক ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ববি। এ ছাড়াও আছেন চিত্রনায়িকা মৌসুমী ও ওমর সানি। সূত্র: সমকাল।