Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭: ইসলামী বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে গতকাল বুধবার আইকিউএসি সেমিনার কক্ষে ‘ইংরেজি ভাষায় দক্ষতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে. এম. আব্দুস ছোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী-পর্বে উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হলে ইংরেজিতে অবশ্যই পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে হবে।

তিনি বলেন, একবিংশ শতাব্দির নাগরিক হিসাবে দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজিতে পারদর্শীতা অর্জনের বিকল্প নেই। শোনা, বলা, পড়া এবং লিখার দক্ষতার মাধ্যমে কীভাবে অতি অল্প সময়ে ইংরেজি ভাষা রপ্ত করা যাবে, তা ব্যাখ্যা করেন তিনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। তিনি কর্মশালার রিসোর্স পার্সন হিসাবে টেকনিক্যাল সেশনেও বক্তব্য প্রদান করেন।