Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ০২ডিসেম্বর , ২০১৭: গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত এবং আহত হয়েছে ৩০ জন।

জানা গেছে, শুক্রবার বিকালে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি গাড়ী শুক্রবার রাত সাড়ে ৮টার পর গোপালগঞ্জের বেদগ্রাম নতুন বাসস্ট্যান্ডের কাছে পৌছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে ওই গাড়ীটি রাস্তার পাশে রাখা গাছ ভর্তি একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলে ৬জন ও হাসপাতালে নেয়ার পর আরো ১ জনসহ মোট ৭ জন বাসযাত্রী মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো ৩০ জন।

রাত ১১টা পর্যন্ত অন্যান্য নিহতদের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে চিকিৎসক।